সালাহউদ্দিন আহমদ

অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না, এটা হাস্যকর

ষ্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের সুপারিশ ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে তা স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক) পাস হয়ে যাবে— এমন প্রস্তাব সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর। তিনি বলেন, “পরীক্ষায় যেমন অটোপাসের বিধান থাকে, সংবিধানে তেমন কোনো বিষয় থাকতে পারে না। এটি মূলত জাতীয় ঐকমত্য কমিশনের দায় এড়ানোর চেষ্টা।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

বিকেল ৪টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সালাহউদ্দিন। বৈঠক শেষে তিনি জানান, “বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দল যেন নিজ নিজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে— এমন বিধান বহাল রাখার অনুরোধ জানিয়েছি। আইন উপদেষ্টা বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব।”

ঐকমত্য কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “কমিশন আজ তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। তবে প্রতিবেদনে এমন কিছু সুপারিশ রয়েছে, যা অনৈক্য সৃষ্টি করেছে। এসব বিষয়ে বিএনপি একমত নয়।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে অনেক অনৈক্যের জায়গা তৈরি করেছে। তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কথা বলেনি। আমরা আশা করি, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বিএনপি ও এনসিপি জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে কি না— এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা সময়ের আগেই হবে। কয়েক দিনের মধ্যেই বিএনপি কমিশনের প্রতিবেদনের ওপর আনুষ্ঠানিক অবস্থান জানাবে।”

এর আগে, মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সুপারিশপত্রটি কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *