সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

ষ্টাফ রিপোর্টার

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ঢাকার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নতুন করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে এ নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অকালমৃত্যু হয় সালমান শাহর। মৃত্যুর পর তার স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা। কিন্তু সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, এটি একটি পরিকল্পিত হত্যা। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

প্রাথমিকভাবে অপমৃত্যু হিসেবে মামলা হলেও পরে সিআইডিকে হত্যার অভিযোগের দিকটি তদন্তের নির্দেশ দেয় আদালত। তবে সিআইডির প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। আদালতও ১৯৯৭ সালের নভেম্বর মাসে সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

এ রায়ের বিরুদ্ধে সালমান শাহর পরিবার রিভিশন মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে ২০১৪ সালে বিচার বিভাগীয় তদন্তেও মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর সালমান শাহর বাবা মারা গেলে মামলার বাদী হিসেবে যুক্ত হন তার মা নীলা চৌধুরী।

২০১৫ সালে তিনি বিচার বিভাগীয় প্রতিবেদনের বিরুদ্ধে ‘নারাজি’ আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে ২০২০ সালে পুনরায় ‘আত্মহত্যা’ বলা হয়, যা ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

তবে ২০২২ সালের জুনে সালমান শাহর পরিবার পুনরায় রিভিশন মামলা দায়ের করে অভিযোগ করে যে, প্রভাবশালী মহলের চাপের কারণে প্রকৃত হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

নতুন নির্দেশের ফলে এখন সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনরায় তদন্ত শুরু হবে।

উল্লেখ্য, সালমান শাহ (পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন) ১৯৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটিয়েছিলেন। ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘বিচার হবে’, ‘তুমি আমার’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি স্বল্প সময়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি এখনো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘ প্রায় তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *