শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের কোনো নির্দিষ্ট রোডম্যাপ বা সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। এতে তারা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন। তাদের দাবি, আর কোনো বিলম্ব না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাঈম হাওলাদার বলেন, “সরকার যদি অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানায়, তাহলে বর্তমান শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না। আমরা অধ্যাদেশ নিয়েই টেবিলে ফিরব।”

পদযাত্রার সূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন। এরপর পলাশী হয়ে বকশীবাজারে গিয়ে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন তারা। একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও পদযাত্রায় অংশ নেন।

এদিকে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে নিজ নিজ অবস্থান থেকে রওনা দেন। মূল কর্মসূচি সকাল ১১টায় শিক্ষা ভবনের সামনে শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থীরা জানান, সরকারের কাছ থেকে অধ্যাদেশ জারির সুস্পষ্ট সময়সূচি না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলেন, অস্পষ্ট প্রতিশ্রুতি নয়— এখন প্রয়োজন বাস্তব পদক্ষেপ ও কার্যকর সিদ্ধান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *