রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”

ওসি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরে জানানো হবে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *