মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি আবারও বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে। কক্সবাজারের টেকনাফে একটি বসতঘরের টিনের চাল ভেদ করে গুলি ঘরের ভেতরে প্রবেশ করেছে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসরতদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামে আইয়ুব ইসলামের বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রাব্বি।
রাব্বি জানান, সকালে মিয়ানমার সীমান্তের দিক থেকে হঠাৎ গোলাগুলির বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর তার বাড়ির টিনের চালায় একটি জোরালো শব্দ হয়। পরে বাইরে গিয়ে দেখেন চালের ওপর ছিদ্র হয়েছে।
তিনি বলেন, “গুলিটি খুঁজে না পেয়ে প্রথমে দোকানে চলে যাই। পরে দুপুরের দিকে ঘরের ভেতরের দেওয়াল থেকে গুলিটি পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “আমার বাড়ি সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে, হাইওয়ে সড়কের ওপারেই। এত দূর থেকেও যদি গুলি এসে বসতঘরে লাগে, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতেই হচ্ছে।”
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, “আমতলী গ্রামের আইয়ুব ইসলামের ঘরের টিনের চাল ভেদ করে গুলি এসে পড়েছে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। সীমান্তে গুলি চললে এপারের মানুষ সবসময় আতঙ্কে থাকে।”
ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, “এর আগের দিন শনিবার (২৫ অক্টোবর) ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিব্রিজ এলাকায় একটি কম্পিউটার দোকানে গুলি এসে পড়ে। একই সময় ছেনুয়ারা বেগম নামে এক নারীও নিজের উঠানে হাঁটতে গিয়ে গুলিবিদ্ধ হন। আজ আবার নতুন করে গুলির ঘটনা ঘটেছে।”
তিনি সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেন এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।









