মাইক্রোসফট-ওপেন এআই’র নতুন চুক্তি

আজাদ নিউজ ডেস্ক

ওপেনএআইয়ের সঙ্গে একটি নতুন কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট, যা প্রতিষ্ঠানটিকে পাবলিক বেনিফিট কর্পোরেশনে (PBC) রূপান্তরিত হওয়ার সুযোগ দেবে। এই চুক্তির পর মাইক্রোসফটের কাছে ওপেনএআই-এ প্রায় ১৩৫ বিলিয়ন ডলার মূল্যের বা ২৭ শতাংশ শেয়ার থাকবে বলে জানা গেছে।

চুক্তির খবর প্রকাশের পর মাইক্রোসফটের শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি ওপেনএআইয়ের ভবিষ্যতে পাবলিক ট্রেডিং কোম্পানি হিসেবে আত্মপ্রকাশের পথ খুলে দিতে পারে।

মাইক্রোসফট জানিয়েছে, এই নতুন অংশীদারিত্বের আওতায় ওপেনএআই ২৫০ বিলিয়ন ডলারের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং সেবা কিনবে। তবে এর বিনিময়ে মাইক্রোসফট আর ওপেনএআইকে কম্পিউটিং সেবা প্রদানের ক্ষেত্রে ‘প্রাইম রিফিউজাল রাইট’ (অগ্রাধিকারমূলক সেবা প্রদানের অধিকার) ব্যবহার করতে পারবে না।

আগের চুক্তি অনুসারে, মাইক্রোসফট ২০৩০ সাল পর্যন্ত ওপেনএআইয়ের পণ্য ও মডেলের ওপর বৌদ্ধিক সম্পত্তির (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি) অধিকার রাখত— এমনকি ওপেনএআই কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) অর্জন করলেও। তবে নতুন চুক্তিতে এই অধিকার ২০৩২ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া, ওপেনএআই যদি ভবিষ্যতে AGI তৈরি করে এবং তা স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যাচাই হয়, তবুও মাইক্রোসফটের ওই বৌদ্ধিক সম্পত্তির অধিকার বজায় থাকবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *