বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদনে বিলম্ব করা হচ্ছে এবং যোগ্য প্রার্থীদের সুপারিশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ প্রতিবাদ জানাতেই তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নন-ক্যাডার পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে আসছেন। কিন্তু নতুন বিধিমালা অনুমোদনে বিলম্ব ও অনিশ্চয়তার কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমে প্রতিবাদ জানাচ্ছেন।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরা।

সেসময় তারা দুই দফা দাবি জানান— ৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করতে হবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর