প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন

আজাদ নিউজ ডেস্ক

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে ইন্ডিগো এয়ারলাইন্সের এক ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। দ্রুত পদক্ষেপে কেবিন ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট 6E-2107 ট্যাক্সিং করার সময় এই ঘটনা ঘটে। বিমানের যাত্রী আসনের পকেটে রাখা পাওয়ার ব্যাংক হঠাৎ আগুন ধরে গেলে কেবিন ক্রুরা সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভান।

ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফ্লাইটটি সঙ্গে সঙ্গে পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয় এবং নিরাপত্তা প্রটোকল অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয় এবং নিরাপত্তা পরীক্ষার পর বিমানটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, এয়ারবাস A320 NEO মডেলের বিমানটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে নিরাপদে অবতরণ করে।

ইন্ডিগোর এক মুখপাত্র জানান, “যাত্রীরা পুরো সময় শান্ত ছিলেন এবং ক্রুদের সঙ্গে সহযোগিতা করেছেন।” তবে ফ্লাইটে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা জানানো হয়নি।

উল্লেখ্য, এর এক সপ্তাহ আগেই চীনের এয়ার চায়নার একটি ফ্লাইটে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *