প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ

ষ্টাফ রিপোর্টার

অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করতে গেলে তা আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়।

পদযাত্রা আটকে দিলে পুলিশ ও আন্দোলনরত শিক্ষকদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। প্রেস ক্লাবের সামনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েন দুই পক্ষ। এসময় নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ জলকামান প্রস্তুত রাখে।

শিক্ষকরা জানান, ৫ দফা দাবির মধ্যে মূল দাবি হলো—অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করা। এছাড়া শিক্ষক নিয়োগে বৈষম্য দূর করা, বকেয়া ভাতা পরিশোধ এবং এমপিওভুক্তির প্রক্রিয়া সহজ করার দাবিও রয়েছে তাদের।

আন্দোলনরত শিক্ষকরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

এদিকে শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পল্টন, প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, পরিস্থিতি শান্ত রাখতে ও জনভোগান্তি এড়াতে তাদের পদযাত্রা থামানো হয়েছে। তবে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর