নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া শাখার সাতজন নেতা-কর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি এই তথ্য নিশ্চিত করেছে।

ডিবি জানায়, সম্প্রতি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা। এতে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *