নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

সিলেট প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোট গঠন করবে না, তবে নির্বাচনী সমঝোতার সুযোগ খোলা রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশজুড়ে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।”

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তারা নিজেরাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাই এই পদ্ধতির নির্বাচন সাধারণ মানুষ সমর্থন করবে বলেই আমাদের বিশ্বাস।”

সম্প্রতি বিদেশ সফর সম্পর্কে তিনি জানান, “প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমার ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। তারা দেশের প্রতি গভীর ভালোবাসা পোষণ করেন এবং জাতি গঠনে অবদান রাখতে চান। কিন্তু তাদের প্রতি দেশের পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শনে আমরা এখনো পিছিয়ে আছি।”

তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম সিলেট আগমন। জন্মভূমিতে পৌঁছে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি।

সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *