ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, সবাই ঢাকার

ষ্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা—এর মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং তিনজন দক্ষিণ সিটির বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬২ জন, দক্ষিণ সিটিতে ১১৬ জন, আর সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ১০১ জন শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৮২ জন, বরিশালে ১৩০ জন, খুলনায় ৪৮ জন, রাজশাহীতে ৬৩ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ৩২ জন এবং সিলেট বিভাগে সাতজন আক্রান্ত হয়েছেন।

এ সময়ে সারাদেশে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৭৯৮ জন রোগী। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ২০৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩২ দশমিক ৩ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন। তার আগের বছর (২০২৩ সালে) দেশে রেকর্ড পরিমাণ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *