বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশে কোনো গণভোটের সুযোগ নেই। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চাইছে। তবে তারা সফল হবে না, কারণ একাত্তরই আমাদের জন্মভূমি। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
তিনি আরও বলেন, অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারত না। বিএনপি ঘোষিত ৩১ দফাতে সব সংস্কারের বিষয় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। “পিআর (পরামর্শক প্রতিনিধি) হবে কী হবে না, তা আগামী সংসদ নির্ধারণ করবে। পিআর না হলে নির্বাচন হবে না—এভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তবুও সব ষড়যন্ত্র প্রতিহত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”
শেখ হাসিনার ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে বসে তিনি বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন। তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা উচিত, কারণ তাকে বিচারকের সামনে দাঁড়াতে হবে।”









