নাহিদ ইসলাম

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ

জুলাই সনদে স্বাক্ষর দেওয়া জাতীয় ঐক্যের প্রতীক নয়, বরং জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয় সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে, কাগজে কলমে স্বাক্ষরের মাধ্যমে নয়।”

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “অনেকে জাতীয় ঐক্য বলতে শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য বোঝে। কিন্তু প্রকৃত অর্থে রাজনৈতিক ঐক্য মানে হলো সমাজের শ্রমিক, কৃষক, ছাত্র, পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষের ঐক্য। আজকে যারা জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দলকে দিয়ে স্বাক্ষর করাচ্ছে, তারা আসলে জাতিকে বিভ্রান্ত করছে।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, “শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন উপেক্ষা করা হচ্ছে। শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি এখনো উপেক্ষিত। জাতীয় শ্রমিক শক্তির মাধ্যমে আমরা শ্রমজীবী মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই।”

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সংগঠনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির।

সংগঠনের নেতারা জানান, শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শ্রমিক শক্তি মাঠে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর