গাজীপুর মহানগরের গাছা এলাকায় তালাকের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ডের শরীফপুর রোডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মোসা. সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুরের নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজান মিয়ার মেয়ে। পেশায় গার্মেন্টস কর্মী সোহেলা গাজীপুরের শরীফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেলা খাতুনের স্বামী মো. কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে কলহ হতো। একপর্যায়ে বনিবনা না হওয়ায় সোহেলা খাতুন তিন থেকে চার দিন আগে স্বামী কালুকে তালাক দেন।
তালাকের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের পরিকল্পনা করেন কালু শেখ। শুক্রবার বিকেলে রাস্তায় একা পেয়ে তিনি ধারালো চাকু দিয়ে সোহেলার গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় সোহেলা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। হামলার পরপরই পালিয়ে যান কালু শেখ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”









