খুলনা কারাগারে বন্দিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট ধরে এ সংঘর্ষ চলে। পরে কারারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কারাগারে শান্ত অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান।

কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে বন্দিদের দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। সংঘর্ষে প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি অংশ নেয় বলে জানা গেছে।

গোয়েন্দা সংস্থার তথ্যমতে, বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সংঘর্ষ চলে। খবর পেয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, “দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। কয়েকজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর