তারেক রহমান

ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি

ষ্টাফ রিপোর্টার

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করে তুলতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে নিজেকে দক্ষ করে তুলতে হলে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করা জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব ও বরাদ্দ নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে বিএনপি ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে, যা এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এদিকে, একইদিন রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেবে।”

তিনি বলেন, “যে জাতি ধর্মীয় ও নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে, সেই জাতির পরাজয় হয় না। কিন্তু অতীতে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, যা আমাদের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *