ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা

সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সিলেট-লন্ডন ফ্লাইট (বিজি-২০১) বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ কালবেলা।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি লন্ডনগামী ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ইঞ্জিনের অংশে ধাক্কা লাগে। পরে নিরাপত্তা ঝুঁকি এড়াতে বিমানের বিস্তারিত পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে বিকল্প একটি উড়োজাহাজ পাঠানো হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে সেই ফ্লাইটে যাত্রীদের লন্ডনে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “২৬২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইটটি যাত্রার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিকল্প উড়োজাহাজ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং দুপুর আড়াইটায় তা লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *