এবার ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে আসছেন বলিউড সুপারষ্টার সালমান খান। গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।
ইতিমধ্যে ছবিটির টিজার শেয়ার করেছেন সালমান। টিজারে দেখা গেছে, কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার তার। কপাল ফেটে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা। ছবিটি নির্মাণ করেছেন অপূর্ব লাখিয়া।