উৎসবমুখর পরিবেশে চলছে চাকসু নির্বাচন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। সকাল থেকেই শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচনে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

ভোট দিতে আসা হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাপিয়া সুলতানা বলেন, “দীর্ঘদিন পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। পুরো পরিবেশটা উৎসবমুখর।”

গণিত বিভাগের শিক্ষার্থী জয়নাব সাদিয়া বলেন, “এমন উচ্ছ্বাস আগে কখনও দেখিনি। জীবনের প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভোট দিতে পেরে দারুণ লাগছে।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাকসুর ২৬টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪১৫ জন। এছাড়া হল সংসদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭৩ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন, যার মধ্যে ১৬ হাজার ৮৪ জন ছাত্র এবং ১১ হাজার ৩২৯ জন ছাত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *