সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ২০২৬ সালের ৩১ মের মধ্যে ব্যবহার করতে হবে এবং অব্যয়িত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দিতে হবে।
চিঠিতে আরও জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট, ফ্যাক্স ও টেলেক্স খাতে বরাদ্দ থেকে মাসিক সর্বোচ্চ ১,০০০ টাকা ইন্টারনেট বিল বাবদ ব্যয় করা যাবে। একইভাবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক সর্বোচ্চ ৫০০ টাকা ব্যয় করার অনুমোদন দেওয়া হয়েছে।
যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন বা সরকারি কাজে ভ্রমণ করেন, তারা সরকারি বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা পাওয়ার যোগ্য হবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় বরাদ্দকৃত এই অর্থ ইউপিইও (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ও টিপিইও (থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) বরাবর প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্তৃপক্ষকে সরকারি বিধি অনুসারে অর্থ ব্যয়ের ক্ষমতা প্রদান করা হয়েছে।
তবে বরাদ্দ ব্যবহারে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী ব্যয় করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অপব্যবহারের দায় সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।








