সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই

আজাদ নিউজ ডেস্ক

সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরির বিখ্যাত লেখক লাসলো ক্রাসনাহরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৫ সালের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

একাডেমির পক্ষ থেকে জানানো হয়, “অ্যাপোক্যালিপটিক ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য গভীর ও দূরদর্শী সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ” এ বছরের নোবেল পেয়েছেন ক্রাসনাহরকাই।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই পুরস্কার পেয়েছেন অ্যানি এরনো, বব ডিলান, আবদুলরাজাক গুরনাহ, লুইজ গ্লিক, পিটার হান্ডকে, ওলগা তোকারচুক ও হান কাংয়ের মতো বিশিষ্ট সাহিত্যিকরা।

এর আগে, বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম. ইয়াগি যৌথভাবে এ পুরস্কার অর্জন করেছেন ধাতু-জৈব কাঠামো (Metal-Organic Frameworks) উদ্ভাবনের জন্য।

এ বছর প্রতিটি নোবেল পুরস্কারের বিজয়ী পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা)। কোনো বিভাগে একাধিক বিজয়ী হলে অর্থমূল্য সমান ভাগে ভাগ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *