সমঝোতার চেষ্টায় পুলিশ

জোড় করে সংসদ ভবনে ঢুকে পড়েছে জুলাই যোদ্ধারা

ষ্টাফ রিপোর্টার

পুলিশি বাধা উপেক্ষা করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন বেশ কয়েকজন ব্যক্তি, যারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন, যেখানে বিকেল ৪টায় জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই অনুষ্ঠানস্থলে শতাধিক জুলাই যোদ্ধা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জড়ো হন। তারা দাবি তুলেছেন— জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রদান, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুরক্ষা আইন কার্যকর করা এবং দায়মুক্তি নিশ্চিত করা।

ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) ফজলুর রহমান দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, “সকালে তারা পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। জুলাই সনদে নিজেদের দাবি জানাতে তারা এসেছে। বর্তমানে তারা অতিথিদের আসনে বসে আছে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের সরে যেতে অনুরোধ করছি এবং সমঝোতার চেষ্টা চলছে।”

বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দক্ষিণ প্লাজার অতিথি আসনে জুলাই যোদ্ধারা বসে আছেন এবং অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশের পক্ষ থেকে ধৈর্য ও সংযমের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়েছে।

এদিকে বিকেল ৪টার নির্ধারিত সময়েই জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। তবে সকাল থেকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর