বাড়িভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এর আগে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া-ভাতাসহ তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনার এলাকায় দেখা যায়, শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছেন।
এসময় মাইকে ঘোষণা দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দুপুর ১২টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না এলে তারা শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করবেন।









