যারা বাংলাদেশ চায়নি, তারাই আজ শাসনভার চায়: মির্জা আব্বাস

ষ্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “যারা কখনো বাংলাদেশকেই চায়নি, তারাই আজ বাংলাদেশের শাসনভার চায়।”

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “যারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, ১৯৯৬ সালসহ বিভিন্ন সময়ে দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে— আজ তারাই রাষ্ট্র পরিচালনার দাবি তুলছে। এটি জাতির সঙ্গে প্রহসন।”

তিনি আরও বলেন, “ধর্মের দোহাই দিয়ে তারা দেশ ও জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। একটি শ্রেণি বিভাজনের মাধ্যমে ফায়দা লুটতে চায় এবং আওয়ামী ‘ফ্যাসিস্ট বাহিনীকে’ পুনর্বাসনের পাঁয়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ ও বিএনপি কখনো তা হতে দেবে না।”

ঢাকার এই সাবেক সংসদ সদস্য বলেন, “তারা এখন অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে— মনে করছে আওয়ামী লীগের ভোট তারা পাবে। কিন্তু আওয়ামী লীগের প্রকৃত দেশপ্রেমিক নেতাকর্মীরা কখনোই অন্য কাউকে নয়, দেশপ্রেমিক দলকেই ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *