ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সংস্কৃতিকর্মী ও গ্রাফিক্স ডিজাইনার কবি শামীম আশরাফকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
আটক শামীম আশরাফ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হাড়গুজির পাড় এলাকার মো. আলীম উদ্দিনের ছেলে। তিনি ‘গ্রাফিটি’ নামে একটি গ্রাফিক্স ডিজাইন প্রতিষ্ঠানের মালিক।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, “শামীম আশরাফ ফেসবুকে বেহেশত নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছিলেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বিষয়টি জানার পর আমরা অভিযান চালিয়ে তাকে আটক করেছি।”
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম বলেন, “তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার আদালতে পাঠানো হবে।”
পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন— “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। এরপর ভালো হয়ে যামু।”
কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্টে এক মন্তব্যের জবাবে ধর্মীয় বিশ্বাস অবমাননাকর ভাষায় প্রতিক্রিয়া দেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
বিতর্কিত পোস্টের পর শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষ ও মাদরাসা শিক্ষার্থীরা তার দ্রুত গ্রেফতারের দাবি জানান।
পুলিশ জানায়, পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।









