রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির তৃতীয় তলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
তিনি জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলায় ওই দুজনের লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে।
ওসি বলেন, “ঘটনাস্থলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আত্মীয়-স্বজনের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করলে দুজনের লাশ উদ্ধার করা হয়।”
তবে নিহতদের মধ্যে সম্পর্ক কী ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









