ফের বিপিএলে দল কিনলেন শাকিব খান

ক্রীড়া প্রতিবেদক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই চমক। পর্দায় যেমন তিনি রাজত্ব করেন, তেমনি মাঠেও রাখছেন ব্যতিক্রমী উপস্থিতি। এবার ফের আলোচনায় এসেছেন ক্রিকেট অঙ্গনে—দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের মালিকানা নিয়েছেন এই জনপ্রিয় তারকা।

গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে শাকিব খান তৈরি করেছিলেন এক নতুন ইতিহাস, যেখানে সিনেমা ও ক্রিকেটের ভক্তরা একসঙ্গে মেতেছিলেন উচ্ছ্বাসে। যদিও দলটি শিরোপা জিততে পারেনি, তবুও মাঠে শাকিবের উপস্থিতি টুর্নামেন্টে এনে দিয়েছিল বাড়তি তারকার ঔজ্জ্বল্য।

নতুন মৌসুমে শাকিব ফিরছেন আরও বড় আকারে। জানা গেছে, আসন্ন বিপিএলের ১২তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), যার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন শাকিব খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ঢাকার এই জনপ্রিয় দলটির মালিকানা থাকবে তার নিয়ন্ত্রণে।

শাকিব খান বলেন, “এবারের দল হবে আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত। মাঠে নামছে এক নতুন ঢাকার রূপ।”

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবারও ক্রিকেট আর সিনেমার মেলবন্ধনে ‘কিং খান’-এর নেতৃত্বে নতুন উদ্দীপনায় দল মাঠে নামবে—এমন প্রত্যাশায় রয়েছেন তার ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *