নেপালে এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বৃহস্পতিবার থেকে লুকলা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা সেখানে অবস্থান করছেন।

শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা এলাকায় অবস্থিত। গত তিন দিন ধরে ওই এলাকায় টানা বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘাচ্ছন্ন আকাশ, প্রবল ঝড়ো হাওয়া ও কম দৃশ্যমানতার কারণে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। এতে করে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা বলেন, “বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে আসা পর্যটকরা লুকলায় আটকা পড়েছেন। পর্যটন মৌসুমে প্রতিদিন বহু ফ্লাইট চলাচল করলেও এখন সব স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পূর্ণ হয়ে গেছে, অনেক পর্যটক থাকার জায়গা পাচ্ছেন না।”

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিটধারী প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা আছেন।

নেপালের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন কোশি ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে আরও বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে শিগগিরই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর