নিবন্ধন না পেয়ে অনশনে তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় আগারগাঁওয়ের ইসি ভবনের প্রধান ফটকের সামনে তিনি অনশনে বসার আহ্বান জানান। বিষয়টি নিজেই তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন।

তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে উদ্ধৃতিতে তিনি অভিযোগ করেন— “৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে এক মাস আগে দল খুলে ডেসটিনি দলটিই নিবন্ধন পেয়েছে; এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের কথা ঘোষণা করেছিল ইসি; পরে সব ফাঁস হওয়ায় তা স্থগিত করা হয়।”

তিনি আরও লিখেছেন, “আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না; রাজনীতি কি শুধু বুর্জোয়াদের জন্য? নিবন্ধনের ঘোষণা নয় — যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল তাদেরও শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু পর্যন্ত যেতে পারে।”

অধিকাংশ রাজনৈতিক কর্মকাণ্ড ও ইসি-র সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। এ ঘটনার অন্যান্য প্রতিক্রিয়া এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে সেটি আপডেট করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *