আগামী নভেম্বরের মধ্যেই গণভোটসহ পাঁচ দফা দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দলগুলোর নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
গণভোটের দাবিতে ইসি অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। তারা সতর্ক করে বলেন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায়, বিগত নির্বাচন কমিশনের মতো বর্তমান কমিশনও জনগণের ক্ষোভের মুখে পড়বে।
বেলা ১২টার দিকে আট দলের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল একে একে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়।
আন্দোলনরত দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি করা এবং এ বিষয়ে আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২. আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা।
৪. পূর্ববর্তী সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির’ বিচার দৃশ্যমান করা।
৫. ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে চিহ্নিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
সমাবেশে উপস্থিত দলীয় নেতারা জানান, দাবি পূরণ না হলে নভেম্বরজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।








