গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বাসচাপায় এক পথচারী গুরুতর আহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে রাত থেকে ওই ব্যস্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে এক পথচারী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তার দুই পা থেতলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর পরই ক্ষুব্ধ জনতা মহাসড়কের দুই দিক বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
বিক্ষুব্ধদের অভিযোগ, এলাকাটিতে নিরাপদে রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”









