ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

ষ্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৫৩ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬৬ জন এবং ঢাকার বাইরে ৪৮৭ জন। একই সময়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৯ জনে দাঁড়িয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ১৪১ জন, চট্টগ্রামে ১০৭ জন, ঢাকায় ১৯৭ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৬৯ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে ৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এখন ডেঙ্গু সারাবছরই দেখা দিচ্ছে, তবে বর্ষা মৌসুমে এর প্রাদুর্ভাব বেড়ে যায়। অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশা নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।”

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, “শুধু জেল-জরিমানা বা প্রচারণা যথেষ্ট নয়। মশার প্রজননস্থল চিহ্নিত করে দক্ষ জনবল দিয়ে নিয়মিত অভিযান চালাতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *