যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা আংশিকভাবে মেনে নেওয়ার পরও গাজায় নতুন করে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরা ও এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইসরায়েলকে বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই শুক্রবার (৩ অক্টোবর) রাতে গাজা সিটি ও আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বলেন, “গত রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরায়েলি বাহিনী ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজার বিভিন্ন স্থানে নির্বিচারে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।”
অন্যদিকে হামাস যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে শর্তসাপেক্ষে সম্মতি দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা ধীরে ধীরে তাদের ঘরে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু নতুন এই হামলার পর আবারও আতঙ্কে তারা আশ্রয়কেন্দ্রে ফিরে গেছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “গাজা সিটিতে আমাদের সামরিক অভিযান এখনো চলমান। সেখানে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলসহ যেখানে সেনারা সক্রিয় রয়েছে, সেখানে না যাওয়ার জন্য সাধারণ জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি।”
এর আগে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা আংশিকভাবে মেনে নেওয়ার ঘোষণা দেয় হামাস। এতে সাধারণ মানুষ আশা করেছিল, আড়াই বছর ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসান ঘটবে। কিন্তু ইসরায়েলের সর্বশেষ হামলায় সেই আশায় আবারও ধাক্কা লেগেছে।









