ঝালকাঠীতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

ঝালকাঠী প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল জানান, গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও আহত মোটরসাইকেলচালক শহিদুল ইসলামের বরাতে জানা যায়, ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে তারা মোটরসাইকেলে রাজাপুর ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে নাসিম আকন ছিটকে পাশের গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক বলেন, “সংযোগ সড়ক থেকে মোটরসাইকেলটি মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নাসিম আকন গুরুতর আহত হয়ে ডোবায় পড়ে যান।”

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি শনাক্তের চেষ্টা করছে। গাড়ি ও চালককে আটক করতে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *