জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড

ষ্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী একদল ব্যক্তি ও পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে শুরু হওয়া এ সংঘর্ষ চলে বিকেল পর্যন্ত। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংসদ ভবন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অনুষ্ঠানস্থলে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রবেশ করেন শতাধিক জুলাই যোদ্ধা। তাদের সেখান থেকে শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। দুপুর ১টা পর্যন্ত আলোচনার পরও সমঝোতা না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী মৃদু লাঠিচার্জ করে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়।

এ সময় ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা গেট ভেঙে ভেতরে ঢুকে পুলিশের ওপর হামলা চালান এবং খেজুরবাগার এলাকায় রাখা পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর করেন। পরে তারা এমপি হোস্টেল এলাকার কিছু স্থাপনায় অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এবিপিএনের সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষকে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদের ফার্মগেট ও ধানমন্ডি আড়ংয়ের দিকে সরে যেতে বাধ্য করে।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এবিপিএন সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *