বাসচাপায় হেফাজত নেতা নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মো. সোহেল চৌধুরী নিহতের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হাটহাজারী-রাঙামাটি ও খাগড়াছড়ি আঞ্চলিক সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানান, “গতকাল (৭ অক্টোবর) শান্তিরদ্বীপ এলাকায় বাসচাপায় মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। এই ঘটনায় আমরা পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা দিতে চাইলে পুলিশ তা গ্রহণে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলছে।”

এদিকে হাটহাজারী মডেল থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, “ঘটনার পর হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। দায়ীদের আইনের আওতায় আনা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *