গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট বা রাজনৈতিক দলের অমীমাংসিত যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, “গণভোট বা রাজনৈতিক দলগুলোর অমীমাংসিত ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “২৭০ দিন ধরে ধারাবাহিক আলাপ-আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থেকে গেছে, যা অত্যন্ত হতাশাজনক। এই তীব্র বিভাজনের মধ্যে সমঝোতার দলিল চূড়ান্ত করা এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

এর আগে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা গণভোট বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন। কেউ কেউ বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক; অন্যদিকে কেউ কেউ দ্রুত গণভোটের আদেশ জারির দাবি জানান। এই প্রেক্ষাপটে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার হাতে ন্যস্ত করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *