খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি

খুলনায় সড়কের পাশে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ইমরান মুন্সি (২৯)। সোমবার (৬ অক্টোবর) রাতে নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে। রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে আসা চারজন সন্ত্রাসী পেছন দিক থেকে ইমরানকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *