কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ভন্ডুল

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় জাপা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, ফলে সমাবেশটি ভণ্ডুল হয়ে যায়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ করছিলেন। সমাবেশ চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান নিয়ে এসে বাধা দেয় এবং পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচলেও সাময়িক স্থবিরতা দেখা দেয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কাকরাইল এলাকায়।

জাপা নেতারা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে বাধা দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *