ওয়েবসাইটে শীর্ষে থাকা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, গ্রেফতারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে বিদেশি একটি জনপ্রিয় পর্ন সাইটে নিয়মিত অশ্লীল কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি ধীরে ধীরে বিশ্বের শীর্ষস্থানীয় পর্নোগ্রাফি প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে জনপ্রিয়তা পায়।

তদন্তে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করছিলেন এবং নিজেদের সঙ্গে অন্যদেরও যুক্ত করতে উৎসাহিত করতেন।

সিআইডি কর্মকর্তারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে দেশে বসে একটি পর্নোগ্রাফি উৎপাদন ও প্রচারের নেটওয়ার্ক গড়ে উঠেছে।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ ও প্রচার একটি ফৌজদারি অপরাধ।

সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’ নামের একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ওই দম্পতির কার্যক্রম প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *