এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া আরও বাড়ানোর সিদ্ধান্ত

ষ্টাফ রিপোর্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

তিনি বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা হিসেবে আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং আগামী জুলাই থেকে ১৫ শতাংশ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।”

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে। সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। সবাই মিলে আমরা এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান, সংলাপ ও সমঝোতাই জয়ী হয়েছে। এখন শিক্ষকদের সময় শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়ার—আমাদের মূল দায়িত্বের জায়গায়।”

তিনি এটিকে একটি “নতুন সূচনা” হিসেবে উল্লেখ করে বলেন, “আজকের এ সমঝোতা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি বয়ে আনুক। আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে গুণগত শিক্ষার প্রসার ঘটাতে পারি, বাংলাদেশকে আরও মর্যাদাসম্পন্ন অবস্থানে নিতে পারব।”

এর আগে, গত রোববার অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) প্রদান করা হবে। তবে এতে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছিল—

  • পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করতে হবে;
  • সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও নিয়োগের শর্তাদি মেনে চলতে হবে;
  • এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না;
  • আর্থিক বিধি-বিধান মেনে ব্যয় সম্পন্ন করতে হবে;
  • কোনো অনিয়ম ধরা পড়লে দায় থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী ১ নভেম্বর ২০২৫ থেকে ভাতা কার্যকর হওয়ার কথা ছিল। তবে শিক্ষক সমাজ ৫ শতাংশ বৃদ্ধিকে অপ্রতুল বলে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনার পর বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তে শিক্ষকদের আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর